প্রতিষ্ঠান দুটি পৃথকভাবে প্রিমিয়ামসহ (অভিহিত মূল্যের অতিরিক্ত) মোট ৪২২ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৬৫০ টাকা সংগ্রহ করবে।
এর মধ্যে সিটি ব্যাংক ৩৯২ কোটি ৭৮ লাখ ২৫ হাজার এবং ইসলামী ফাইন্যান্স ২৯ কোটি ৮৮ লাখ ২৮ হাজার ৬৫০ টাকা তুলবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক সভায় গতকাল মঙ্গলবার রাইট শেয়ারসংক্রান্ত এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
একই বৈঠকে সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড নামে পৃথক দুটি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দেওয়া হয়েছে। মিউচুয়াল ফান্ড দুটি যথাক্রমে ১০০ কোটি ও ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে।
সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মূল উদ্যোক্তা সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংক লিমিটেড। উদ্যোক্তা প্রতিষ্ঠান নিজে এ ফান্ডটির ২৫ শতাংশ বা ২৫ কোটি টাকা জোগান দেবে। প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে সংগ্রহ করা হবে ২৫ কোটি টাকা। বাকি ৫০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা হবে।
ফান্ডটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অঙ্গপ্রতিষ্ঠান আইসিবি এএমসিএল।
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের মূল উদ্যোক্তা বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এ ফান্ডটিতে উদ্যোক্তারা জোগান দেবে ১৫ কোটি টাকা। ৬০ কোটি টাকা সংগ্রহ করা হবে প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে, যার অর্ধেক সংগ্রহ বরাদ্দ থাকবে অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য। বাকি ৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে আইপিওর মাধ্যমে।
ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের দায়িত্বে থাকছে বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
রাইট শেয়ার: সিটি ব্যাংক একটির বিপরীতে একটি রাইট শেয়ার প্রস্তাব করবে। সেই হিসাবে ব্যাংকটি ১০০ টাকা অভিহিত মূল্যের এক কোটি ৯৬ লাখ ২৯ হাজার ১২৫টি রাইট শেয়ার ছাড়বে। প্রতিটি শেয়ারের বিপরীতে ১০০ টাকা প্রিমিয়াম থাকায় ব্যাংকটি এর দ্বিগুণ অর্থ সংগ্রহ করবে।
ইসলামী ফাইন্যান্স দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ছে। সেই হিসাবে প্রতিষ্ঠানটিকে মোট ১৯ লাখ ৯২ হাজার ১৯১টি রাইট শেয়ার ছাড়তে হবে। প্রতিটি শেয়ারের বিপরীতে ৫০ টাকা প্রিমিয়াম থাকায় ইসলামী ফাইন্যান্সের মোট সংগ্রহ দাঁড়াবে এর দেড়গুণ।